কলা অনুষদ এবং কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলা অনুষদভুক্ত শিক্ষার্থীদের বৃত্তির জন্য আবেদন আহবান করা হচ্ছে ।
আবেদনকারীকে নিম্নলিখিত শর্ত পূর্ণ করে আবেদন করতে হবে ।
অস্বচ্ছল শিক্ষার্থী-বৃত্তিঃ
কলা অনুষদভুক্তবিভাগগুলোতে স্নাতক (সম্মান) শ্রেণির ১ম সিমিস্টার থেকে ৪র্থ বর্ষ ৮ম সিমিস্টার পর্যন্ত অস্বচ্ছল শিক্ষার্থী আবেদন করতে পারবে।
ক) ১ম বর্ষ ১ম সিমিস্টার থেকে ৩য় বর্ষ ৬ষ্ঠ সিমিস্টার পর্যন্ত প্রাপ্ত মোট ফলাফলের উপর ৪র্থ বর্ষ ৭ম সিমিস্টার ও ৮ম সিমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থী অস্বচ্ছল-বৃত্তির জন্য আবেদন করতে পাড়বে । এক্ষেত্রে মোট সিজিপিএ ন্যূনতম ৩.০০ হতে হবে ।
খ) আগের বছরে পরীক্ষায় অবশ্যই ন্যূনতম ৩.০০ সিজিপিএ থাকতে হবে ।
গ) কোন পর্যায়ে পাঠ বিরতি এবং ২.৫০ নিচে সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পাড়বে না ।
মেধা-বৃত্তিঃ
ক) ) ১ম বর্ষ ১ম সিমিস্টার থেকে ৪র্থ বর্ষ ৮ম সিমিস্টার পর্যন্ত স্নাতক সম্মান শ্রেণিতে প্রাপ্ত মোট ফলাফলের উপর
শিক্ষার্থীকে মেধা-বৃত্তি প্রদান করা হবে । এক্ষেত্রে মোট সিজিপিএ ন্যূনতম
৩.৫০ হতে হবে ।
খ) কোন পর্যায়ে পাঠ বিরতি এবং ৩.০০ নিচে সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পাড়বে না ।
- উভয় বৃত্তির জন্য অনুষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে ( ফটোকপি করেও আবেদন করতে পারবে )।
- পিতা, মাতা অথবা অভিভাবকের বার্ষিক আয়ের সনদ প্রদান করতে হবে । এক্ষেত্রে সনদ প্রদানকারীর ফোন নম্বর অথবা ই-মেইল অ্যাড্রেস দিতে হবে ।
- আবেদনের তারিখ ও সময় প্রতি বছর নোটিশের মাধ্যমে জানানো হবে ।
- অনুষদ অফিসের ২০৩ নং কক্ষে বৃত্তির আবেদনের ফরম পাওয়া যাবে।
- বিভাগে সংরক্ষিত ফরম ফটোকপি করে ব্যবহার করা যাবে ।